প্রতিনিধি, উদয়পুর :- বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা । এর ফলে জীবন জীবিকার উপর বড় প্রভাব ফেলছে তীব্র গরম । যেভাবে প্রতিনিয়ত বনজ সম্পদ নষ্ট করা হচ্ছে এর ফলে ধ্বংস হচ্ছে বন । এবার উদয়পুর শহরের একটি বেসরকারি শপিংমলে বিজ্ঞাপন লাগানোর জন্য শহরের মধ্যে বেড়ে ওঠা ছোট একটি অমলকির গাছ ভেঙে গুঁড়িয়ে দেয় আগরতলা মেলার মাঠের একটি বেসরকারি বিজ্ঞাপন এজেন্সির কর্মীরা । ঘটনা উদয়পুর ভাঙ্গারপাড় সড়কে । এই ঘটনা লক্ষ্য করতে পেরে ভাঙ্গারপাড় এলাকার প্রতিবাদী জনতা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে । বন্ধ হয়ে পড়ে বিজ্ঞাপন লাগানোর কাজ। যেভাবে উদয়পুর শহর ও শহরতলী এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বেসরকারি বিভিন্ন শপিংমলের বিজ্ঞাপনের পোস্টার লাগানো হচ্ছে তাতে করে শহর লেগে যাচ্ছে পোস্টারে । জানাযায় যে অমলকী গাছটি লাগানো হয়েছিল এই গাছটি নিজ হাতে মাটির মধ্যে পুঁতে ছিলেন রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই গাছকে এখন ধ্বংস করে দিয়েছে আগরতলার মেলার মাঠের বিজ্ঞাপনের এক এজেন্সির কোম্পানির কর্মীরা। যদি এই অমলকি গাছটি বড় হয়ে উঠতো তাহলে একদিকে যেমন গাছটির মধ্যে ফল চলে আসতো অন্যদিকে গরমের হাত থেকে রেহাই পেতো মানুষ তার গাছের নিচে এসে ছায়া নিতে অনেকটাই সুবিধা হত। উদয়পুরের বনদপ্তর ও পৌর পরিষদ এই ধরনের বেসরকারি বিজ্ঞাপন লাগানো কোম্পানি গুলির বিরুদ্ধে ! এখন কি ব্যবস্থা গ্রহণ করে সে প্রশ্ন তুলল ক্ষিপ্ত জনতা ।
34
previous post