Home ত্রিপুরা চড়িলামে ফিরলো সমীরের কফিনবন্দী দেহ

চড়িলামে ফিরলো সমীরের কফিনবন্দী দেহ

by admin
0 comment 39 views
  1. প্রতিনিধি, বিশালগড় , ৫ সেপ্টেম্বর।। নাগাল্যান্ডে ভূমিধসে মৃত সমীর দত্তের নিথর দেহ এলো চড়িলামের বাড়িতে। বৃহস্পতিবার বিকালে কফিনবন্দী দেহ চড়িলামের মধ্য পাড়ায় তাঁর বাড়িতে নেয়া হয়। কান্নার রোল পড়ে গোটা বাড়িতে। মঙ্গলবার রাতে নাগাল্যান্ডে ফেরিমা এলাকায় হঠাৎ করে পাহাড় ধসে ঝর্ণার জলে ভাসিয়ে নিয়ে যায় সমীর দত্তের দোকান। পরদিন সকালে দোকান থেকে ৫ কিলোমিটার দূরে ভেসে উঠে তাঁর মৃতদেহ। নাগাল্যান্ড ডিমাপুর থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বৃহস্পতিবার বিকেলবেলা আসে চড়িলাম মধ্যপাড়ার বাড়িতে। মৃতদেহের উপর কান্নায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী শিখা দত্ত ছোট্ট ছেলে শুভজিৎ দত্ত এবং মেয়ে পুনম দত্ত। ছোটবেলা থেকেই সমীর নাগাল্যান্ডে ব্যবসা করে আসছিলো । এই ব্যবসার ওপর নির্ভরশীল ছিল তার পরিবার। বৃহস্পতিবার বিকালে তাঁকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় জমান। সন্ধ্যায় অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মর্মান্তিক এই ঘটনায় চড়িলাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Post

Leave a Comment