Home রাজনীতি পঞ্চায়েতে জন সম্পর্ক অভিযানে সাড়া ফেললেন বিধায়ক

পঞ্চায়েতে জন সম্পর্ক অভিযানে সাড়া ফেললেন বিধায়ক

by admin
0 comment 34 views

প্রতিনিধি, উদয়পুর :- গ্রাম পঞ্চায়েতের নির্বাচন যত সামনের দিকে দিনক্ষণ এগিয়ে আসতে শুরু করেছে তত তেজী হচ্ছে শাসক দল বিজেপির নির্বাচনী প্রচার । এবার গোমতী জেলার জিলা পরিষদের ১ নং আসনের প্রার্থী ঝুলন দাস চৌধুরীর সমর্থনে বাগমা কড়ইয়ামুড়া পঞ্চায়েতের জন সম্পর্ক অভিযান সংঘটিত করে শাসক দল বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া । এছাড়া প্রচারে অংশ নেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার ও গোমতির জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার সহ দলীয় কর্মীরা । এদিন সকালে বিজেপি কর্মীরা দলীয় প্রার্থীকে সাথে নিয়ে গ্রামের প্রতিটি ভোটারের বাড়িতে যান আগামী ৮ ই আগস্ট যেন ভোট দেওয়া হয় তার আবেদনকে সামনে রেখে । এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক রামপদ জমাতিয়া। পরে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সংবাদ মাধ্যম কে জানান , আগামী পঞ্চায়েত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে স্থানীয় পঞ্চায়েতস্তরে যে উন্নয়ন হয়েছে তাকে সামনে রেখে এবারের ভোট। একই সাথে তিনি বলেন যেভাবে বিরোধীরা অপপ্রচার চালিয়েছে শাসকদলের নামে তার যোগ্য জবাব দেবে আগামী ৮ ই আগস্ট জনগণ ভোটের বাক্সে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ।‌ তিনি বলেন , বিরোধীরা রাজ্যের ভোটারদের কাছ থেকে অনেকটা দূরে রয়েছে কোন ধরনের জনসম্পর্ক নেই মানুষের সাথে। শুধু ভোটের বাজারে মাঠঘাট গরম করে তুলে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে বড় হাড়ের মুখ দেখবে বিরোধী রাজনৈতিক দলগুলি । আগামী দিনে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এই রাজ্যে বিভিন্ন পঞ্চায়েতে যে সকল কাজ এখনো কিছু বাকি রয়েছে সেগুলি আগামী দিনে নতুন পঞ্চায়েত গঠন করে এক দ্রুত উন্নয়ন গড়ে তোলা হবে বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত গুলিতে। নেতৃত্বরা বাগমা কড়ইয়ামুড়া পঞ্চায়েতে জনসম্পর্ক অভিযানে বের হয়ে সকলকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন।

Related Post

Leave a Comment