ধর্ষিতা শিশুকন্যা। গ্রেফতার অভিযুক্ত। এ বিষয়ে ২রা আগস্ট চম্পা হাওড় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। পরবর্তী সময়ে মামলাটি খোয়াই মহিলা থানার হাতে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটে চাম্পা হাওর থানাধীন বন বাজার এলাকায়। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে চাম্পা হাওর থানার পুলিশ। পরবর্তী সময়ে তাকে তুলে দেওয়া হয় খোয়াই মহিলা থানার পুলিশের হাতে। ধৃত অভিযুক্তের নাম ধীরেন্দ্র নমঃশূদ্র। ঘটনার বিবরণ দিতে গিয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান, ঘটনার প্রাগ মুহূর্তে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ বীরেন্দ্র শিশু কন্যাকে ফুসলিয়ে এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির উপর পাশবিক লালসা চরিতার্থ করে সে। ওসি মিনা দেববর্মা আরো জানান অভিযুক্তের বিরুদ্ধে ৬৫বি এম এস পকসো এক্ট এ মামলা গ্রহণ করা হয়েছে। যার কেইস নম্বর ১১ / ২০২৪। অভিযুক্তকে আজ আদালতে প্রেরণ করা হলে মাননীয় আদালত তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠায়। এদিকে সোমবার শিশু কন্যার জবানবন্দী রেকর্ড করেছে মাননীয় আদালত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট এলাকায়।
52
previous post