Home ত্রিপুরা গন্ডাছড়ায় নেতাজী বিও’র সামাজিক কর্মসূচি

গন্ডাছড়ায় নেতাজী বিও’র সামাজিক কর্মসূচি

by admin
0 comment 58 views

প্রতিনিধি,গন্ডাছড়া ৫ আগষ্ট:- মানুষ মানুষের জন্য, এই ভাবনাকে সামনে রেখে সোমবার উজ্জ্বল মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি নেতাজি বিও,র দিদিরা অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এদিন বিও’র দিদিরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে আশ্রিত এক শতাধিকের উপর শরণার্থী পরিবারের ছোট শিশুদের মধ্যে শিক্ষনীয় সামগ্রী বই, খাতা, কলম তুলে দেন। এছাড়া শরনার্থী পরিবারের মধ্যে মুড়ি,বিস্কুট, সাবান প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নেতাজী বিও’র প্রেসিডেন্ট, অভি মেম্বার, সদস্য এবং সিএসপি দিদিরা। উল্লেখ্য গত ১২ জুলাই গন্ডাছড়া মহকুমায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অ-উপজাতি শত শত পরিবারের বাড়িঘর, দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এতে করে ১৬৫ পরিবার সম্পূর্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপর থেকে ক্ষতিগ্রস্তরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এদিন নেতাজি বিও’র দিদিরা যেভাবে নিজেদের সাধ্যমত অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে সত্যি তাহা প্রশংসা দাবি রাখে। অসহায় মানুষের প্রতি তাদের এই সহায়তা আগামী দিনেও জারি থাকবে বলে জানান।

Related Post

Leave a Comment