Home ত্রিপুরা ঊনকোটি জেলাশাসকের সাংবাদিক সম্মেলন

ঊনকোটি জেলাশাসকের সাংবাদিক সম্মেলন

by admin
0 comment 65 views

প্রতিনিধি কৈলাসহর:-আগামীকাল বিকাল ৪টায় শেষ হবে নির্বাচনের সরব প্রচার।৮ই আগস্ট ২০২৪ ইং গৌরনগর ব্লকের ৭৫টি,চন্ডিপুর ব্লকের ৫৯টি এবং কুমারঘাট ব্লকের ১০০টি পুলিং স্টেশনে ভোট গ্রহণ সম্পন্ন হবে।আগামী ১২ই আগস্ট ২০২৪ ইং হবে ভোট গণনা।গৌরনগর ব্লকের ভোট গণনা হবে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুলে, চন্ডিপুর ব্লকের ভোট গণনা হবে চন্ডিপুর ব্লক অফিসে, কুমারঘাট ব্লকের ভোট গণনা হবে কুমারঘাট পঞ্চায়েত সমিতির অফিসে।গৌরনগর ব্লকের ভোট গণনার ক্ষেত্রে কুড়িটি টেবিলে থাকবে। অন্যদিকে চন্ডিপুর ব্লকের ভোট গণনা চৌদ্দটি টেবিলে থাকবে।কুমারঘাট ব্লকের গণনা সম্পর্কে বলতে গিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন যে,কুমারঘাট ব্লকের ভোট গণনা দুটি হলে সম্পন্ন হবে।প্রতিটি হলে গণনার জন্য বারোটি করে টেবিল থাকবে।জেলার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ আধিকারিক কান্তা জাঙ্গীর বলেন যে,জেলার তিনটি ব্লকের মধ্যে গৌরনগর ব্লকে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে।তবে প্রশাসন ও পুলিশ আধিকারিক দক্ষতার সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে অঙ্গীকারবদ্ধ হিসাবে কাজ করে যাচ্ছে।
আজ বিকেল বেলা ঊনকোটি জেলাসদর কৈলাসহরের জেলাশাসক ডিকে চাকমা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয় গুলো তোলে ধরেন।জেলা পুলিশ আধিকারিক কান্তা জাঙ্গীরও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।জেলা শাসক ও জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা সহ কুমারঘাট চন্ডিপুর এবং গৌরনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Related Post

Leave a Comment