Home রাজনীতি বিজেপিকে ভোট দিতে গ্রামে গ্রামে বাঁধলো জোট : অভিষেক

বিজেপিকে ভোট দিতে গ্রামে গ্রামে বাঁধলো জোট : অভিষেক

বিজেপিকে ভোট দিতে গ্রামে গ্রামে বাঁধলো জোট : অভিষেক

by admin
0 comment 40 views

প্রতিনিধি , উদয়পুর :- গ্রামীণ উন্নয়ন ও স্বচ্ছ গতিশীল প্রশাসনের স্বার্থে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত সকল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আজ মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত সিমসিমা বাজারে আয়োজিত নির্বাচনী বাজার সভায় বিধায়ক অভিষেক দেবরায় । এছাড়া ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে জেলাস্তরের নেতৃত্বরা । এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , আগামী ৮ ই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন । এবারে নির্বাচন উন্নয়নকে সামনে রেখে । আগামীর পঞ্চায়েত গড়ে উঠবে এই এলাকায় এক উন্নততর পঞ্চায়েত । বিগত দিনে বামেরা মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্ষমতায় থাকা কালীন সময় এলাকার রাস্তাঘাট কোথাও সুন্দরভাবে করে তুলতে চেষ্টা করেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীন এলাকা সাজিয়ে তোলার প্রতিষ্ঠাতা চালিয়েছে। এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে আগামী দিনে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে এলাকায় জল নিকাশি অবস্থা, বৈদ্যুতিক খুঁটি গড়ে তোলা হবে। ‌ তাহলে আগামী দিনে অন্ধকার থাকবে না গ্রামীণ এলাকা গুলি । গ্রামের ছেলে মেয়েরা পড়াশুনা করতে যাতে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য গ্রামীন বিদ্যালয়গুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। একমাত্র সম্ভব হবে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে প্রতিটি গ্রামে বিজেপি শাসিত পঞ্চায়েত হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকার কারণে পঞ্চায়েতের কাজ আরো দ্রুত এগিয়ে যাবে। এদিন বিধায়ক বাজারে উপস্থিত ক্রেতা- বিক্রেতা ও সাধারণ মানুষের সামনে বিজিবি পরিচালিত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক অভিষেক দেবরায় । পাশাপাশি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর জন্য সকলের কাছে আহ্বান রাখেন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়। এই দিনের বাজার সভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

Related Post

Leave a Comment