Home » শাসকদলীয় নেতৃত্বের দ্বারা আক্রান্ত স্থানীয় এক যুবক, বলে অভিযোগ।

শাসকদলীয় নেতৃত্বের দ্বারা আক্রান্ত স্থানীয় এক যুবক, বলে অভিযোগ।

by admin

শাসকদলীয় নেতৃত্বের দ্বারা আক্রান্ত স্থানীয় এক যুবক, বলে অভিযোগ। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াইধিন পূর্বসোনাতলা এলাকায়। আহত যুবকের নাম সুনীল ঋষি দাস। ঘটনার বিবরণে জানা যায়, পূর্বসোনাতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার লোকজনদের মধ্যে রেগার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। পূর্বসোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাণেশ রঞ্জন দেব রায় নিজেই জনৈক্য বাসিন্দা সুনীল ঋষি দাসকেও খবর দেয় পঞ্চায়েত থেকে সামগ্রিক নেওয়ার জন্য। সেই মোতাবিক এদিন বিকালে পঞ্চায়েতে যায় সুনীল ঋষি দাস। এই বিতরণ অনুষ্ঠানে সুনীল ঋষি দাসকে সামগ্রী থেকে ব্রাত্ত করা হয় বলে অভিযোগ। তখন সময় ক্ষুব্দ হয়ে পঞ্চায়েত থেকে বের হয়ে যায় সুনীল ঋষি দাস। পূর্বসোনাতলা বাজারে গিয়ে স্থানীয় শাসক দলীয় নেতা মরন দেবনাথ এর সাথে সাক্ষাৎ হয়। সুনীল ঋষি দাস ক্ষোভ উবড়ে দিয়ে বলে এইতো তোমাদের বিজেপি সরকার। এই কথা বলতেই শাসক দলীয় নেতা মরন দেবনাথ বেধড়ক মারধর করে সুনীল ঋষি দাসকে বলে অভিযোগ। শাসক দলীয় নেতার হাত থেকে কোনরকম দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আহত সুনীল ঋষি দাসকে পরিবারের লোকজন হওয়ায় জেলা হাসপাতালে নিয়ে আসে। এই বিষয় নিয়ে আগামীকাল শাসকদলীয় নেতৃত্বের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয় করা হবে বলে জানিয়েছেন।
বাইট সুনীল ঋষি দাস।

You may also like

Leave a Comment