Home ত্রিপুরা জম্পুইজলা প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

জম্পুইজলা প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

by admin
0 comment 77 views

 প্রতিনিধি, বিশালগড় , ৩ জুলাই।। জম্পুইজলা প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। বুধবার জম্পুইজলার বুখুরুই কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জম্পুইজলা বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, মহকুমা শাসক আইএএস সুমিত কুমার পান্ডে, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম । সভাপতিত্ব করেন জম্পুইজলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন। উপস্থিত ছিলেন জম্পুইজলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরন দেববর্মা, প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা লক্ষ্মণ দেববর্মা প্রমুখ। গত বছর পথচলা শুরু করেছিলো জম্পুইজলা প্রেস ক্লাব। এক বছর সময়ের মধ্যে সরকারি রেজিষ্ট্রেশন পায় প্রেস ক্লাব। বুধবার অনুষ্ঠান মঞ্চে ক্লাবের সভাপতি সম্পাদকের হাতে রেজিষ্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। ভাষণে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন একসময় জম্পুইজলায় সাংবাদিক ছিল না। আজ জনজাতি ছেলেরা এই পেশায় যুক্ত হয়েছে। এটা গুরুত্বপূর্ণ পেশা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মানুষের সমস্যা গুলো সরকারের দৃষ্টিতে নিতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি। বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা নতুন প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া এদিন প্রেস ক্লাবের স্থায়ী অফিসবাড়ির জন্য লিখিত আবেদন পত্র মহকুমা শাসকের হাতে তুলে দেন সাংবাদিকরা।

Related Post

Leave a Comment