Home ত্রিপুরা বসতবাড়ি নদী গর্ভে , পরিদর্শনে অর্থমন্ত্রী

বসতবাড়ি নদী গর্ভে , পরিদর্শনে অর্থমন্ত্রী

by admin
0 comment 40 views

 প্রতিনিধি, উদয়পুর :- গোমতী নদী ভাঙ্গনের ফলে চরম দুর্দশায় উদয়পুর ছনবন এলাকার জনগণের । গত কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে । এর ফলে নদী-নালা সম্পূর্ণ ভাবে জলে টয়টম্বুর হয়ে পড়ে । এদিকে ছনবন সুভাষ সেতু লাগুয়া গোমতী নদীর ওপর তৈরি করা হচ্ছে নতুনভাবে আরও একটি পাকা সেতু । সেতু নির্মাণ করতে গিয়ে নদীতে দেয়া হয় বাঁধ । এর ফলে জল বেড়ে যাওয়ার কারণে জলের বাঁক সম্পূর্ণভাবে ছনবন লাগুয়া বাড়ি ঘরের পাশ দিয়ে জলের সম্পূর্ণ স্রোত বয়ে যায়। ‌ এর ফলে তিনটি বাড়িঘর সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ‌ তাই বাড়ি গুলির একটি অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ।‌ এই বিপদজনক ঘটনার খবর জানার পর মহকুমা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে বিপদজনক বাড়ি ঘরের সদস্যদেরকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয় একটি অঙ্গওয়ারি সেন্টারে। নদী ভাঙ্গনের ঘটনার বিষয় জানতে পেরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । মন্ত্রী এই দিন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন নদী ভাঙ্গন রোধ করতে হবে এবং জরুরী কালীন অবস্থায় এলাকাটিকে বাঁচানোর জন্য উপযুক্ত ব্যবস্থা যেন নেওয়া হয় । যেভাবে উদয়পুর শহর লাগুয়া গোমতী নদীর ভাঙ্গন দিনের পর দিন বেড়ে চলেছে এর ফলে শহর বাসীর চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। এক ভয় ও উৎকণ্ঠার মধ্য দিয়ে গোমতী নদী লাগুয়া বসতবাড়ির নাগরিকরা ছনবন এলাকায় বসবাস করছে ।‌

Related Post

Leave a Comment