প্রতিনিধি , উদয়পুর :- গত দুই দিনের ভারী বৃষ্টিতে নদী নালা সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গিয়েছে। ক্ষতির শিকার হচ্ছে ছোট বড় কৃষকরা। বৃষ্টিপাতের ফলে উদয়পুর সুখ সাগর জলা রেল স্টেশন সংলগ্ন ধানের জমিগুলি জলের নীচে তলিয়ে যাচ্ছে। এর ফলে জমির পাশে থাকা পুকুরের জল বেড়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত পুকুরের মাছ বেরিয়ে যাচ্ছে জলার মধ্যে । ক্ষতির সম্মুখীন হচ্ছে পুকুরের মালিক । অন্যদিকে ধানের জমি জলের নিচে তলিয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন কৃষকরা। দিন যত বাড়ছে ততই কৃষি জমিতে জলপ্রবেশ করতে শুরু করেছে । উদয়পুরের সমস্ত জায়গার জল যাওয়ার একমাত্র মাধ্যম সুখসাগর জলা । এর ফলে জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে বৈদ্যুতিক খুঁটিগুলিও জলার মধ্যে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে । অনেকে মনে করছে যদি রবিবার দিনভর বৃষ্টিপাত ঘটে তাহলে সুখসাগর জলায় অন্যান্য জমিগুলো জলের নীচে তলিয়ে যাবে। সব মিলিয়ে শ্রাবণের ভারী বর্ষায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। কৃষকরা চাইছে যে সকল জমি-গুলিতে জলের জন্য ফসল নষ্ট হয়েছে তার জন্য যেন কৃষি দপ্তর থেকে সাহায্য করা হয় তাহলে উপকৃত হবে সমস্ত অংশের কৃষকরা।
62
previous post