Home » বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত কৈলাসহরে

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কৈলাসহর বিভাগের উদ্যোগে পালিত হয়েছে ৩০ তম বিশ্ব প্রতিবন্ধী দিবস।প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, বিধায়ক সুধাংশু দাস ও মবস্বর আলী,ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন দীপক লাল সাহা,অতিরিক্ত জেলা শাসক সুশান্ত সরকার সহ অন্যান্যরা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সভাধিপতি শ্যামল দাস। স্বাগত বক্তব্য রাখেন হরেশ পাল চৌধুরী নোডাল অফিসার ডিডিআরসি নর্থ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিব্যাঙ্গ বোন অনামিকা সিনহা।এই বিশেষ দিনটি কে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সেখানে বিকলাঙ্গ ভাই বোনরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে হিফজুর রহমান,দ্বিতীয় হয়েছে সাইনা বেগম এবং প্রথম হয়েছে দিবারানি রিয়াং। জেলাভিত্তিক এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই শতাধিক সহায়ক সামগ্রী এবং শ্রবন যন্ত্র ও অন্যান্য যন্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়েছে। উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বর্তমান সরকার বিকলাঙ্গদের প্রতি অনেক কাজ করেছে। আগের সরকারের সময়ে যা করা হয়েছিল তার থেকে অনেক বেশি বেশি এই সরকার তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ২০১৮ সালের পূর্বে স্ব-সহায়ক দলের সংখ্যা ছিল ৩ হাজার পাঁচশো।বর্তমান সরকারের সময়ে স্ব-সহায়ক দলের সংখ্যা রয়েছে প্রায় ৩৮ হাজার।যার সাথে প্রায় চার লক্ষ মহিলা যুক্ত রয়েছেন। সেই সময়ে জলের সংযোগ দেওয়া হতো শতকরা আড়াই শতাংশ,বর্তমান সরকারের সময়ে প্রায় ৯৯ শতাংশ জল দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment