Home অপরাধ ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারের পথে কুড়ি লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ আটক এক।

ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারের পথে কুড়ি লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ আটক এক।

by admin
0 comment 41 views

ধর্মনগর প্রতিনিধি  :—– বেশ কয়েক মাস বিরত থাকার পর ফের নেশা মাফিয়ারা গাঁজা পাচারে মরিয়া হয়ে উঠেছে। অবশ্য শেষ রক্ষা করতে না পেরে অসম পুলিশের হাতে ধরা পরলো। জানা যায়, আমবাসা থেকে লুংশিলং যাবার উদ্দেশ্যে এসে সোমবার বিকেল পাঁচটা নাগাদ ত্রিপুরার চুরাইবাড়ি থানা পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসে AS01GC-0789 নম্বরের একটি লরি। সঙ্গে সঙ্গে ইনচার্জ প্রনব মিলি গাড়িটি রুটিন তল্লাশি করে চালকের সিটের নিচে থাকা ছেচল্লিশটি ছোট বড়ো প্যাকেটে মোট একশো দুই কেজি শুকনো গাঁজা জব্দ করেন। যার কালোবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে জানান ইনচার্জ।
এদিকে গাড়ির চালক সাহেবজি ত্রিপুরাকে (২২)(পিতা পন্ডিত কৃষ্ণ ত্রিপুরা)পুলিশ আটক করেছে। ধৃত চালকের বাড়ি দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানা এলাকায়। সে পুলিশি জিজ্ঞাসা বাদে জানায় গাড়িটি লুং শিলং সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিল। এদিকে চালক জানায় ত্রিপুরা সীমান্তে গাড়িটি চেকিং করা হয়নি যার ফলে অনায়াসে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে যায় গাড়িটি। এতে আবারো ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরদিকে অসম পুলিশ বারবার নেশা বিরোধী অভিযানে সাফল্য হাতিয়ে নিচ্ছে।

Related Post

Leave a Comment