45
- প্রতিনিধি, গন্ডাছড়া :- সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আবারো এগিয়ে এলেন ইঞ্জিনিয়ার দীপঙ্কর নন্দী । ডুম্বুর নগর আর ডি ব্লকে কর্মরত রেগা ইঞ্জিনিয়ার দীপঙ্কর নন্দী একজন উদার মানসিকতার মানুষ। তিনি এর উদাহরণ বারবার উনার কাজের মাধ্যমে রেখেছেন। বিগত দিনে বহু দুস্থ পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ, গরিব দুঃখী পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এবার বন্যায় সর্বস্বান্ত হওয়া পরিবার-পরিজনদের সাহায্যার্থে এগিয়ে এলেন। তিনি সশরীরে অনুষ্টানে উপস্থিত থাকতে না পারলেও উনার পাঠানো অর্থ রাশি দিয়ে সোমবার মহকুমার বন্যা কবলিত এলাকার জনজাতি সম্প্রদায়ের প্রায় অর্ধ শতাধিক পরিবারের লোকজনদের মধ্যে জামা-কাপড় থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী, শিশুদের শিক্ষনীয় সামগ্রী, খেলাধুলার সরঞ্জাম প্রভৃতি বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ারের এমন উদার মানসিকতা দেখে অসহায় পরিবারের লোকজনদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। উল্লেখ্য রাজ্যের দুর্গম দূরবর্তী অঞ্চল হিসেবে পরিচিত গন্ডাছড়া। সেখানে বন্যায় ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ভয়াবহ এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও দুর্গতদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। ইঞ্জিনিয়ার বাবু এদিন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তিনি জানান ভগবানের আশির্বাদ থাকলে আগামী দিনেও অসহায় মানুষের পাশে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দুর্যোগ মোকাবেলায় উনার এই সামাজিক কাজকর্ম দেখে গোটা এলাকার মানুষ দারুন খুশি।