51
- প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ে পরপর দু’টি কালী মন্দিরে অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানান বিশালগড়ের সংখ্যালঘু নাগরিক সমাজ। সেই সঙ্গে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। সোমবার বিকালে বিশালগড়ের সংখ্যালঘু নাগরিক সমাজের উদ্যোগে কড়ুইমুড়ায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিশালগড় ইমাম অর্গানাইজেশনের সেক্রেটারি মৌলানা আব্দুল কাদের বলেন হিন্দুদের উপাসনালয়ে আক্রমণের ঘটনা নিন্দনীয়। এ রাজ্যের শান্তিপ্রিয় মানুষ যুগ যুগ ধরে একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করছে। বর্তমান সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল অংশে নাগরিকদের সার্বিক কল্যাণে কাজ করছে। কিন্তু এই সম্প্রীতি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। রানির বাজারে কালী মন্দিরে ভাঙচুরের ঘটনার পর সেখানে উত্তেজনা করে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এগুলো ষড়যন্ত্রের অঙ্গ। তিনি মন্দিরে ভাঙচুরের ঘটনার তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবী জানান। সমাজসেবক আকতার হোসেন বলেন সম্প্রীতির মেলবন্ধনে আঘাত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে সিপিএম এবং কংগ্রেস। চিরকাল এই দলগুলি বিভাজনের রাজনীতি করে এসেছে। প্রতিটি নির্বাচনে সিপিএম সংখ্যালঘুদের বিভ্রান্ত করে আসছে। কিন্তু এ রাজ্যের সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জনকল্যাণকর কর্মধারায় শামিল হয়েছে। বিশালগড়ে বিরোধীদল গুলি পায়ের তলার জমি হারিয়েছে। তাই নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজ্যের বদনাম করতে এসব চালিয়ে যাচ্ছে। শান্তি সম্প্রীতি রক্ষায় সকল অংশের নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশন এর সভাপতি মৌলানা দিলোয়ার হোসেন, প্রচার সচিব মৌলানা সিরাজ খান, মৌলানা রমজান হোসেন, আইনজীবী জয়দুল হোসেন, সমাজসেবী ফেরদৌস মিয়া, সাহেব মিয়া প্রমূখ।