Home ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

by admin
0 comment 33 views
  •  প্রতিনিধি। তেলিয়ামুড়া।২রা সেপ্টেম্বর।বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ালেন কল্যাণপুরের বিধায়ক তথা ত্রিপুরা তপশালী জাতি উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী. আজ কল্যাণপুরে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য সজল দেবের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। এ ব্যাপারে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, রাজ্যে সম্প্রতি যে বন্যা হয়েছে তাতে সমাজের অন্যান্য মানুষদের সাথে সাংবাদিকদের একটা অংশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সব অংশের মানুষদেরই সহেতা করার জন্য আমাদের নজর রয়েছে। সাংবাদিকরা নিজের জীবন কথা চিন্তা না করেও প্রবল বন্যাতে ও নিজেদের দায়িত্ব পালন করে গেছে।সেই সাংবাদিকদের মধ্যে অনেকেরই এখন নানান সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিকদের সাহায্যার্থে কিছু আর্থিক সাহায্য দিয়েছি। আগামী দিনেও এগিয়ে আসার ও প্রতিশ্রুতি দেন বিধায়ক পি নাকি দাস চৌধুরী। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক বন্যায় বিশেষ করে অমরপুর উদয়পুর ও তার আশপাশ এলাকাতে কর্মরত্ সাংবাদিকদের পরিবার গুলিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইতিমধ্যেই অমরপুরের সাংবাদিকদের কিছু সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।

Related Post

Leave a Comment