প্রতিনিধি, বিশালগড় , ৩ আগস্ট।। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে। বিশালগড়ে হবে উন্নতমানের দশমীঘাট। রঘুনাথপুরে বিজয় নদের তীরে দশমীঘাট নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশালগড়ের বিজয় নদের ওপর বহু পুরনো সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। এরফলে সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমান বিধায়ক সুশান্ত দেব এই গুরুত্বপূর্ণ সেতু সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। শনিবার পূর্ত দপ্তরের আধিকারিকরা বিধায়ক সুশান্ত দেব কে সঙ্গে নিয়ে জরাজীর্ণ ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন। শীঘ্রই সেতুটি সংস্কার কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পূর্ত দপ্তর। শুধু সংস্কারই নয়,সেতুটিকে একটি সুন্দর রূপ দিতে রামধনুর রঙে সাজানো হবে । এছাড়া বিশালগড় রঘুনাথপুরে বিজয় নদের পাশে একটি দশমী ঘাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। উল্লেখ্য গত বছর থেকে বিশালগড়ে বিজয়া দশমীতে কার্নিভাল শুরু হয়। দুর্গাপূজা ছাড়াও সারা বছর দেবদেবীর মূর্তি বিসর্জনে অসুবিধার সম্মুখীন হতে হয়। এ সমস্যার চিরতরে সমাধান করতে বিধায়ক সুশান্ত দেবের তৎপরতায় শীঘ্রই কাজ শুরু করবে সংশ্লিষ্ট দপ্তর।
53
next post