প্রতিনিধি, উদয়পুর :- আবাসিক বালিকাদের সাথে সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো উদয়পুরের অন্যতম সামাজিক সংস্থা হেল্পিং হ্যান্ডস সোসাইটির সদস্যরা। আগামী ৮ ই আগস্ট সংস্থার সপ্তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে শনিবার দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমাধীন কাঞ্চন নগর এলাকার মনোরমা শিশু নিকেতনের আবাসিক বালিকাদের সাথে দিনটি নানানভাবে উদযাপন করেন সংস্থার সদস্যরা। এদিন প্রথমে সংস্থার সদস্য সদস্যারা কেক কেটে এরপর আবাসিক বালিকাদের প্রথমে প্রাতরাশ ও পরবর্তীতে মধ্যাহ্ন ভোজন করান। এরপর উপহার সামগ্রী হিসেবে তাদের হাতে কাগজ, কলম, জলের বোতল, ছাতা, বেড কভার, সেনেটারি প্যাড বিতরন করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার, সংস্থার প্রতিষ্ঠাতা প্রজ্জ্বালিকা ভৌমিক, সহ সম্পাদক জয়ন্ত দাস, সদস্য সৌতম দাস, অপর্না শীল, ত্রিদীপ ভৌমিক, প্রসেনজিৎ দাস প্রমুখ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন আবাসিক বালিকাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বছরের প্রতিনিয়তই নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকে সংস্থার সদস্যরা। আগামী দিনেও এইধরনের সামাজিক কর্মকাণ্ড জারী থাকবে বলে এদিন জানান সংস্থার সদস্যরা।
74