53
ধর্মনগর প্রতিনিধি। রোটারি ক্লাব ধর্মনগর এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ উৎসব ।ধর্মনগর রোটারি ক্লাবের নিজস্ব জায়গায় এই বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। এই বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন
রোটারি ক্লাবের Past AG
রোটারিয়ান ডক্টর দিলীপ কুমার দাস ।উপস্থিত ছিলেন ধর্মনগর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সন্তোষ সূত্রধর ,সেক্রেটারি রটারিয়ান পায়েল শিল ,এছাড়া উপস্থিত ছিলেন রটারিয়ান সুবির সোম। উপস্থিত ছিলেন রটারিয়ান প্রনয় চন্দ্র, রটারিয়ান বরুণ কুমার দাস এবং রটারিয়াল পৌলমী পাল ।রোটারি ক্লাবের নিজস্ব জায়গায় তথা দিগলভাগ এরিয়াতে পঁচিশটি বিভিন্ন জাতের গাছ লাগানো হয়।