Home ভারত প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ।

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ।

by admin
0 comment 51 views

প্রতিনিধি, তেলিয়ামুড়া।২রা আগস্ট। গত কালকে রাত্র থেকে অবিরাম বর্ষণে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গাওসভার গোলাবাড়ি এলাকাতে বসত ঘরের মাটির দেওয়াল ভেঙ্গে পড়েছে। গোলাবাড়ি এলাকার মরণ পালের বসত ঘরের মাটির দেওয়াল যখন ধসে পড়ে সেই সময়ে পরিবারের লোকেরা ও ঘরের মধ্যেই ছিল। ভাগ্যক্রমে কোনরকমে বেঁচে যায় পরিবারের লোকেরা। আজ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনার খবর পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। ব্যক্তিগতভাবে পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সাহায্য করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের সাথে এ ব্যাপারে কথা বলতে গিয়ে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে রয়েছে সরকার। প্রশাসনিকভাবে সমস্ত রকমের সুযোগ-সুবিধা যাহাতে পরিবারটি পায় সেজন্য সব রকমের সহযোগিতারও আশ্বাস দেন। বিকাশ দেববর্মার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা সম্পাদক বিজনকরসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা। এদিকে আকাশ মেঘে ঢাকা রয়েছে। যদি গত কালকে রাতের মত আজও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ছড়া এবং নদীর জলের স্রোত বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় খোয়াই জেলা প্রশাসন সহ প্রশাসনের সব স্তরেই সতর্ক রয়েছে।

Related Post

Leave a Comment