Home ত্রিপুরা বিশালগড়ে সমন্বিত ফসল ব্যবস্থাপনায় ধান রোপণ করেন বিধায়ক

বিশালগড়ে সমন্বিত ফসল ব্যবস্থাপনায় ধান রোপণ করেন বিধায়ক

by admin
0 comment 56 views

প্রতিনিধি, বিশালগড় , ২ আগস্ট।। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে চাষীদের উৎসাহিত করছে। এক্ষেত্রে দপ্তরের আধিকারিকরা মাঠে নেমে কাজ করছে। সারা রাজ্যে কমিউনিটি ট্রাসপ্লেন্টিং ধানের চারা রোপণ শুরু হয়েছে। শুক্রবার বিশালগড় কৃষি সেক্টরের অধীনে বিশালগড় পৌর পরিষদের রাউৎখলা বাইপাস সড়কের পাশে কমিউনিটি ট্রাসপ্লেন্টিং ধান রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী সমন্বিত ফসল ব্যবস্থাপনা কর্মসূচির অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বৃষ্টিস্নাত দুপুরে আয়োজিত কর্মসূচিতে আমন ধানের চারা রোপণ করেন বিধায়ক শ্রী সুশান্ত দেব , পুর পিতা অঞ্জন পুরকায়স্থ , বিশালগড় পঞ্চায়েত সমিতির সদস্যা অতসী দাস , কৃষি সেক্টর অফিসার প্রবীর দত্ত সহ দপ্তরের যুগ্ম অধিকর্তা কৃষি , উপ অধিকর্তা কৃষি বিভাগ ও অন্যান্য বিশিষ্ট গণ। এই অনুষ্ঠানে কৃষক ভাইদের জমি তে ধান রোপন করে উৎসাহ প্রদান করেন উপস্থিত জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। বিধায়ক সুশান্ত দেব জানান রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে সমন্বিত ফসল ব্যবস্থাপনায় জোর দিয়েছে। এতে ফসলের উৎপাদন বাড়বে। কৃষকরা উপকৃত হবে। এক্ষেত্রে বিনামূল্যে বীজ সার ঔষধ প্রদান করা হবে। তিনি আরও জানান, কৃষকরা অন্নদাতা। তাই কৃষক কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার। বিনামূল্যে সার ঔষধ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এছাড়া ফসল বীমা যোজনার সুফল পাচ্ছে চাষীরা। একমাত্র বিজেপির সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। এতে কৃষকদের আয় বেড়েছে। কৃষকদের মুখে হাসি ফোটাতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

Related Post

Leave a Comment