Home রাজনীতি ধিক্কার মিছিল ও রাহুল গান্ধীর কুশপুত্তরিকা দাহ করল বিজেপি যুব মোর্চা।

ধিক্কার মিছিল ও রাহুল গান্ধীর কুশপুত্তরিকা দাহ করল বিজেপি যুব মোর্চা।

by admin
0 comment 75 views

ধর্মনগর প্রতিনিধি। বুধবার ধর্মনগরের রাজবাড়ীর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তির পাদদেশে বিকাল 5 ঘটিকায় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এক ধিক্কার মিছিল ও রাহুল গান্ধীর কুশপুত্রিকা দাহ করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, যুব মোর্চার উত্তর জেলার সভাপতি জয়জিৎ শর্মা, উত্তর জেলা বিজেপির সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। কয়েকদিন আগে গণতন্ত্রের পিঠস্থান পার্লামেন্টে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে হিন্দু ধর্মের প্রতি অশ্লীল আচরণ প্রদর্শন করেন তার বিপক্ষে প্রতিবাদ জানিয়ে যুব মোর্চার পক্ষ থেকে এক মিছিল সংঘটিত হয়। এই ধিক্কার মিছিলের রাহুল গান্ধীর লোকসভার সদস্যপথ খারিজ করে তাকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়। যে নেতার কাছ থেকে সাধারণ মানুষ সমাজসেবা এবং ভারতের সভ্যতা সম্পর্কে সজাগ থেকে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে লোকসভার সদস্য পদ নেভাবেন সেখানে লোকসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মের প্রতি যে প্রতিক্রিয়া রাহুল গান্ধী জ্ঞাপন করেছেন তা শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে তার প্রতিবাদ চলছে। এরই ফলস্বরুপ রাহুল গান্ধীকে ধিক্কার জানানো হয় এবং তার কুশপুত্রিকা জ্বালিয়ে পোড়ানো হয়। এমনকি রাহুল গান্ধী প্রকৃতপক্ষে হিন্দু নাকি তার ডিএনএ টেস্ট করে বের করার আর্জি জানানো হয় এই সভা থেকে।

Related Post

Leave a Comment