প্রতিনিধি, উদয়পুর :- গোটা ত্রিপুরার সাথে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে শিলাছড়ি বাজারে ৪৩ করবুক মন্ডলের উদ্যোগে ভোটারদের নিয়ে অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় । এই অভিনন্দন যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জেলা বিজেপির অন্যতম সদস্য অভিজিৎ চক্রবর্তী , মন্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং ও গোমতী জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সানি সাহা সহ প্রমূখ । ভোটারদের অভিনন্দন যাত্রা অনুষ্ঠানে নেতৃত্বরা ভাষণ রাখতে গিয়ে বলেন , এই দেশে গত ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছিলো । তারমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের এই ছোট্ট ত্রিপুরা যেভাবে দ্রুত উন্নয়ন করেছে গত ১০ বছরে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে তাতে করে তার সুফল পেয়েছে ত্রিপুরাবাসী । ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেদেরকে পরাস্ত করে ক্ষমতায় ফিরে বিজেপি জোট সরকার । ১৮ থেকে ২৩ সাল পর্যন্ত রাজ্য ও কেন্দ্রে একই সরকার থাকার কারণে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে করবুক এলাকায় । রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল , সমস্ত দিক থেকে একটা সময় পিছিয়ে ছিল এই উপজাতি এলাকা গুলি । মিশ্র বসতি থাকার পরেও উন্নয়নে শামিল হওয়ার কোন ধরনের উদ্যোগ দেখা যায়নি তৎকালীন সময়ে বাম নেতৃত্বদেরকে । কিন্তু বর্তমান সময়ে সরকার উন্নয়নকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগণকে পাশে নিয়ে এবং পঞ্চায়েতকে সাথে নিয়ে কাজ করে চলেছে। এর ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করেছেন । তাই ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ভোটারদেরকে অভিনন্দন জানানো । এই ধরনের অনুষ্ঠানে একদিকে যেমন অভিনন্দন জানানো হয় ভোটারদের অন্যদিকে জনসংযোগ সামনের দিকে এগিয়ে নেওয়া আরো সহজ হয়ে ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্দেশ অনুসারে যেভাবে শিলাছড়ি বাজারে অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়েছে তাতে ব্যাপক সারা লক্ষ্য করা যায় ভোটারদের মধ্যে ।
84
previous post