প্রতিনিধি , উদয়পুর :- লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা আসনে বিপুল ভোটে জয়ী হয় ভারতীয় জনতা পার্টির দু-জন প্রার্থী । ভোটাররা তাদেরকে বিপুল ভোটে জয়ী করান । কিন্তু ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে গোমতী জেলার অমরপুরে । বিজেপি দলের নির্দেশ অনুসারে অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস অমরপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের নিয়ে অভিনন্দন সভা করেন পুরাতন টাউন হলে । এই অভিনন্দন সভায় ভাষণ রাখতে গিয়ে রঞ্জিত দাস বলেন , সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গণদেবতারা যেভাবে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টি কে তা ছিল সবথেকে বড় আশীর্বাদ । বর্তমান রাজ্য সরকার অমরপুর বিধানসভা কেন্দ্রে নানা উন্নয়ন মূলক কাজকর্ম করে চলেছে প্রতিনিয়ত । বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জন্য দেওয়া হয়েছে বহু টাকা । তাছাড়া সরকার থেকে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রামীন এলাকার সাধারণ মানুষকে। পাশাপাশি উপজাতি মহলে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুৎ পরিষেবা ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে অমরপুরে। চলাচলের জন্য অমরপুর উদয়পুর সড়কে নতুন ভাবে তৈরি করা হয়েছে । সেই সাথে সবুজায়ন রক্ষা করতে বনদপ্তর অমরপুরের গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে নিয়ে যেভাবে বনকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে । তাতে করে বন রক্ষায় যে উদ্যম দেখা গিয়েছে যুবক-যুবতীদের মধ্যে তা খুবই প্রশংসার যোগ্য রাখে । বিধায়ক এইদিন বলেন লোকসভা নির্বাচনে গণদেবতাদের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য তিনি সকল ভোটারদের কাছে তার অভিনন্দন ও ভালোবাসা বার্তা ছড়িয়ে দেয় । এদিন এই অভিনন্দন সভায় বিধায়ক ছাড়াও ছিলেন বিজেপির গোমতী জেলাস্থরের ও অমরপুর মন্ডল স্থরের নেতৃত্বরা ।
67
next post