ধর্মনগর প্রতিনিধি।ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ।শনিবার সকালে একটি কন্টেনার থেকে ত্রিশ লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত করে স্থানীয় পুলিশ।এতে আটক করা হয় গাড়ি চালককে।জানা গেছে এদিন সকালে গুয়াহাটি থেকে এইচআর(র্থী সেভেন)ই(সেভেন টু জিরো ফাইভ)নম্বরের ভিআরএল লজিস্টিক লিমিটেডের একটি কন্টেনার গাড়ি ওনলাইন সামগ্রী নিয়ে ত্রিপুরা আগরতলার খয়েরপুর যাবার পথে চুরাইবাড়িতে পৌছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি।এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে বাইশ কার্টুনে দেড়’শ বোতল করে তিন হাজার তিন’শ বোতল এসকাফ নামক অবৈধ নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত হয়।যার কালোবাজারি মুল্য ত্রিশ লক্ষাধিক টাকার মত হবে।এতে আটক করা হয়েছে লরি চালককে।তার নাম সনু কুমার।বাড়ি উত্তর প্রদেশে।বর্তমানে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।চুরাইবাড়ি পুলিশের ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ত্রিশ লক্ষাধিক টাকার নেশাজাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত বাজারিছড়ার চুরাইবাড়িতে।আটক এক
59