প্রতিনিধি শান্তিরবাজার :কিছুদিন আগে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের গাদ্দাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় প্রবল বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজের ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে আজ ছুটে আসেন গাদ্দাং। সেই নিহত পরিবারগুলিকে সমবেদনা জানাতে। এর পাশাপাশি গাদ্দাং অশ্বিনী কুমার ত্রিপুরা জেবি স্কুলে শিবিরে থাকা লোকজনদের খোঁজখবর নেন পাশাপাশি শিবিরে থাকা শিশুদের জন্য শিশুদের খাওয়ার সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন । নিহত পরিবারের সকলকে আগামীকাল মহারাজ নিজের রাজভবনে ডেকেছেন সেখানেই নিহত পরিবারদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবেন। আজকের এই সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ কৃতি সিং দেববর্মা, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব জোনাল চেয়ারম্যান ডেভিড মুরাসিং ,শান্তির বাজার মহকুমা শাসক মনুজ কুমার সাহা সহ তিপ্রা মথা্র দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান এই প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জাতি জনজাতি সকলের পাশে আছি আমি।
52
previous post