প্রতিনিধি, উদয়পুর :- একদিকে যখন বন্যার কারণে উদয়পুর ব্রম্মাবাড়ী জাতীয় সড়কে যান চলাচল খুবই ধীর গতিতে চলছে এর ফলে বাড়ছে ব্যাপক যানজট। তারমধ্যে শনিবার দুপুর একটা নাগাদ ব্রম্মাবাড়ী এলাকায় জাতীয় সড়কের উপর স্কুটি ও তিন চাকার মালবাহী অটো সংঘর্ষ ঘটে । জানা যায় টিআর ০৩ এল ৫৬৬৬ নাম্বারের স্কুটিটি রাজর্ষি কলা কেন্দ্রের সামনে থেকে ব্রম্মাবাড়ী দিকে যাচ্ছিল। একই সড়ক ধরে তিন চাকার মালবাহী অটো গাড়িটি রাস্তা পারাপার করার জন্য ডান দিকে মোড় নিচ্ছিল আর তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা । স্কুটি চালক অর্পন শীল আমাদের প্রতিনিধিকে জানান , মালবাহী অটো গাড়িটি রাস্তার মোড় নিতে গিয়ে কোন ধরনের গাড়ির সিগনাল দেয়নি । এর ফলে ঘটে গিয়েছে ঘটনা । অন্যদিকে টিআর ০৩ এইচ ১৮২৩ নাম্বারের মালবাহী গাড়ি চালক সুব্রত দে আমাদের প্রতিনিধিকে জানান স্কুটিচালক তার গাড়ির পেছন দিক থেকে এসে সজোরে আঘাত করে । এর ফলে ঘটেছে দুর্ঘটনা । দুইজনের বাক বিতন্ডায় একটা সময় রাস্তার উপর ব্যাপক যানজট সৃষ্টি হয় । পরে এক এসপিও জওয়ান ঘটনাটি লক্ষ্য করতে পেরে দুর্ঘটনার বিষয়ে উদয়পুর ট্রাফিক অফিসে জানিয়ে দেয় । দীর্ঘ আধ ঘণ্টার পর জাতীয় সড়কের উপর থেকে সড়ানো হয় দুর্ঘটনা গ্ৰস্থ গাড়ি এবং স্কুটি টিকে । যেভাবে উদয়পুর শহরে গাড়ি ও বাইকের সংঘর্ষ কখনো আবার স্কুটি সংঘর্ষ বেড়ে চলেছে এর ফলে চিন্তা বাড়াচ্ছে ট্রাফিক কর্মীদের। এদিনের দুর্ঘটনায় কোন ধরনের হতাহতের খবর নেই ।
79
previous post