Home ত্রিপুরা বন্যার জলে ক্ষতিগ্রস্ত শালগড়া ও গর্জনমুড়া বাসী

বন্যার জলে ক্ষতিগ্রস্ত শালগড়া ও গর্জনমুড়া বাসী

by admin
0 comment 54 views

প্রতিনিধি, উদয়পুর :- ১২ তম দিনে এসেও বন্যার হাত থেকে এখনো রক্ষা পায়নি উদয়পুরবাসীরা ।১৯৯৩ সালের বন্যার পর এবার ২০২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাবাসী। গোটা ত্রিপুরা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শহরের বুকে আছড়ে পড়েছে কাটাখালের জল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে গোমতী জেলা। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবির গুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষি, ফসল সহ বাড়িঘর এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গোমতী জেলার উদয়পুর শালগড়া, হদ্রা, গর্জনমুড়া এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঐ এলাকার মানুষগুলি গোমতী নদীর জল কমতে থাকায় শরণার্থী শিবির থেকে নিজ বসতবাড়িতে আসতে থাকলে দেখতে পাই তাদের বসত বাড়িঘর ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে এলাকার মানুষগুলি রাস্তা ধারে এসে পলিথিন বেঁধে আশ্রয় নেয়। এলাকাবাসীরা জানেন না কোন দিন তারা নিজ বসতবাড়িতে আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি সরকারের কাছে সাহায্যের জন্য দাবী তুললেন। জানা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদেরকে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী । পাশাপাশি মহকুমা প্রশাসন থেকেও খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে তাদের কাছে । সব মিলিয়ে অজানাদিনের প্রহরে দিন গুণছে শরণার্থী শিবিরে আসা লোকজন ।

Related Post

Leave a Comment