প্রতিনিধি, বিশালগড়, ৩১ আগস্ট।। চলতি সপ্তাহে বিশালগড়ে দু’টি কালী মন্দিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সনাতনীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত পেয়েছে। সনাতনী সমাজ হিংসায় বিশ্বাসী নয়। তাই এ-সব ঘটনার প্রতিকারে পুলিশের হস্তক্ষেপের দাবি উঠেছে। জানা গিয়েছে, বিশালগড় পূর্ব লক্ষীবিল স্থিত মুক্তধাম মহাশ্মশান কালীবাড়িতে শনিবার ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই মহাশ্মশান কালী মন্দিরে নিত্য পূজা হয়। শনিবার সকালে পুরোহিত রঞ্জিত চক্রবর্তী মন্দিরে গিয়ে দেখেন শিব মন্দিরে নন্দী মহারাজ এবং সর্পের বিগ্রহ ভাঙা। শিবের ত্রিশূল উধাও। শিবলিঙ্গে আঘাত করা হয়েছে। এরপর খবর পেয়ে কমিটির সদস্যরা মন্দিরে ছুটে যান। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়রা গোটা ঘটনার তদন্ত এবং অপরাধীর শাস্তির দাবি তোলে। শনিবার সন্ধ্যা রাতে মহাশ্মশান কালিবাড়ি কমিটির কোষাধ্যক্ষ পার্থ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। কমিটির সদস্যরা জানান হয়তোবা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই কান্ড ঘটিয়েছে। কিন্তু স্থানীয় মানুষ এসব প্ররোচনায় পা দেবে না। আইনের উপর তাদের আস্থা রয়েছে। উল্লেখ্য গত দুইদিন আগে পশ্চিম লক্ষীবিলেও অনুরূপ ঘটনা ঘটেছে। সেখানে কালী মন্দির আক্রান্ত হয়েছে। পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনতা এলাকার শান্তি সম্প্রীতি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এ-সব ঘটনার পেছনে কোন দুষ্টচক্র জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে সংখ্যালঘুদের বিভ্রান্ত করার কাজ করে আসছে বিরোধী দলগুলি। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এ রাজ্য সকল অংশের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বিশালগড় বিধানসভায় হিন্দু মুসলমান সকল অংশের মানুষের বিপুল সমর্থন রয়েছে শাসক দলের প্রতি। কংগ্রেস সিপিএমের সংখ্যালঘু নেতারা ইতিমধ্যে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। এই সুন্দর পরিবেশ নষ্ট করার নতুন কোন ষড়যন্ত্র চলছে কিনা তা তদন্তের দাবি উঠেছে। কারণ কিছুদিন আগে রানির বাজার কাণ্ডকে কেন্দ্র করে সোনামুড়ায় সেখানকার সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে মিছিল সংঘটিত করেছে কংগ্রেসের মাইনরিটি সেল। শুক্রবার সোনামুড়া শহরে নানা উস্কানি ও হুঁশিয়ারি দিয়ে মিছিল সংঘটিত হয়। কিন্তু মিছিলে উপস্থিত অধিকাংশ মানুষ জানতো না যে এটা কংগ্রেসের মিছিল। মিছিল শুরুর পর হঠাৎ করে মিছিলের সামনে কংগ্রেসের ব্যানার টাঙ্গিয়ে দেয়া হয়। কংগ্রেসের এই ন্যাকারজনক ঘটনায় সংখ্যালঘুরা ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা কেউ করছে কিনা তা তদন্ত দরকার।
45
previous post
সম্প্রীতির বার্তা দিয়ে শ্যামা মায়ের আরাধনা বিশালগড়ে
next post