প্রতিনিধি, বিশালগড় , ৩১ আগস্ট।। রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। একটি শান্তি এবং উন্নয়ন বিরোধীরা গোলমাল পাকানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সম্প্রীতির বার্তা দিলো বিশালগড়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের যৌথ উদ্যোগে কালীপূজার আয়োজন করা হয়। সম্প্রতি দু-একটি অনভিপ্রেত ঘটনায় রাজ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সৌভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করার অপপ্রয়াস রুখতে এগিয়ে আসছে সবাই। গত বুধবার বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিলের কালী মন্দিরটির ক্ষতি করে অজ্ঞাত দুষ্কৃতীরা । কিন্তু শান্তি সম্প্রীতি রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনিবার সেখানেই কালীপূজার আয়োজন করা হয়। এলকাটিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ শান্তির পরিবেশে দীর্ঘকাল যাবৎ বসবাস করে আসছে। এদিনের এই কালীপূজায় হিন্দুদের সাথে মুসলমান ধর্মের মানুষেরাও উৎসাহের সহিত অংশ গ্রহন করেন। উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় ঘটা করেই কালী মায়ের আরাধনার আয়োজন করা হয়। এর পেছনে সার্বিক সহযোগিতা ছিল এলাকার বিধায়ক সুশান্ত দেবের। একসাথে বসে প্রসাদ গ্রহন করেন উভয় সম্প্রদায়ের মানুষ। বিধায়ক বলেন বিশালগড়ে উভয় সম্প্রদায়ের মানুষ শান্তি সম্প্রীতির মধ্যে দীর্ঘকাল যাবৎ বসবাস করছে। কোন দুষ্ট চক্রের প্রচেষ্টা এখানে সফল হবে না। আর যারা এই অপপ্রয়াস করছে তাদের কড়া হাতে দমন করা হবে। এছাড়া পূর্ব লক্ষীবিল শ্মশান কালীবাড়িতে অনুরূপ ঘটনা ঘটে শনিবার। স্থানীয়রা দুষ্ট চক্রের ফাঁদে পা দেয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিয়েছে সবাই।
49
previous post