ধর্মনগর প্রতিনিধি ৩১ আগষ্টঃ ধর্মনগরের একটি প্রতিষ্ঠিত ভারতনাট্যম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান কলাঙ্গন এর বর্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “কলাঙ্গনে কলতান” নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হল শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর অর্ধেন্দু স্মৃতিভবন মঞ্চে।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সাথে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্যনির্দেশক অভিনেতা তথা আইনজীবি অভিজিত চক্রবর্তী ,ছিলেন কলাঙ্গন সোসিও কালচার অর্গানাইজেশনের সভাপতি বলাই দাস। অনুষ্ঠানের শুরুতে কলাঙ্গন এর অধ্যক্ষা অনিন্দিতা দাস পায়েল কলাঙ্গনের পথ চলার এবং আগামীর পরিকল্পনা নিয়ে মূল্যবান আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববন্ধু সেন উনার আলোচনায় ধর্মনগরের ধারাবাহিক সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন সংস্কৃতি চর্চাই হচ্ছে প্রতিটি শিশুর সুস্থ মস্তিষ্কের বিকাশের অন্যতম দিক । বর্তমানে ধর্মনগরের সংস্কৃতির উৎকৃষ্টতা এবং নিয়মিত চর্চা গোটা রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছে । এছাড়াও উনি উনার মূল্যবান আলোচনায় কলাঙ্গনের ভূয়সী প্রশংসা করেন । শুক্রবার কলাঙ্গনে কলতান অনুষ্ঠানে আগরতলা থেকে আগত রাজ্যের বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী পিংকি দেববর্মা এবং ভরতনাট্যম শিল্পী দেবুজিত দেবনাথের অসাধারণ পরিবেশনা সকলের মন কেড়ে নেয়। এছাড়াও ধর্মনগর এর একাধিক নিত্য প্রতিষ্ঠান যথাক্রমে পূর্ণশ্রী নৃত্যাশ্রম,নৃত্যাঙ্গন, কলামন্ডল এবং নটরাজ ডান্স একাডেমী তাদের অসাধারণ সমবেত নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে কলাঙ্গনের ছাত্রছাত্রীদের পরিবেশনা ছিল অনবদ্য। হল ভরা দর্শকদের উপস্থিতিতে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশেই সমাপ্তি হয় কলাঙ্গনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলাঙ্গনে কলতান।
37