Home ত্রিপুরা চাষের জমিতে জল কমতেই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের পাশে মন্ত্রী শুক্লাচরণ।

চাষের জমিতে জল কমতেই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের পাশে মন্ত্রী শুক্লাচরণ।

by admin
0 comment 40 views

শান্তির বাজার প্রতিনিধি : জোলাই বাড়ি ব্লকের ইসা ছড়া গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে ভয়াবহ বন্যায় নারদপাড়া টিএফডিপিসির জলাশয়ের বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত চারটি পাড়ার প্রায় ১০০ জন কৃষক । ঐ এলাকায় সকলেই চাষবাসের মাধ্যমে তাদের জীবন জীবিকার একমাত্র উপার্জনের পথ বলে জানা যায়। প্রায় আড়াইশো কানি জমিতে ধান লাগানো ছিল। বন্যার টিএফডিপিসির বাঁধ ভাঙ্গার ফলে এখন প্রায় আড়াইশো কানি জমিন চাষ অযোগ্য হয়ে পড়েছে। এখন সবগুলি জমিতে পাহাড়ের পাথর মাটি থেকে জলের সঙ্গে ধস নেমে ধান লাগানো ফসলগুলি নষ্ট হয়ে গেছে এখন জমিগুলিতে শক্ত পাথর মাটি হয়ে পড়েছে টিএফটিপিসির বাঁধ ভাঙ্গার ফলে। জানা যায় ঐ এলাকার সকলেই জনজাতি গরিব সাধারণ কৃষক, কেউ বন্ধন থেকে কেউ বা ব্যাংক থেকে লোন নিয়ে, কেউবা জমিদার থেকে সুদ করে করে চাষবাস করে জীবন জীবিকা চালাতেন। চাষিরা সকলে এখন অসহায় অবস্থায় আছেন। জমিতে জল কমেছে এই খবর পেয়ে মন্ত্রী ঐ এলাকার কৃষকদের নিয়ে চাষের জমি , বিভিন্ন রাস্তা, বিদ্যুৎ সমস্যাগুলি দ্রুত সমাধান করতে সর জমিনে পরিদর্শনে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে করলেন বৈঠক, তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে করছেন পরামর্শ, পাশাপাশি বন্যার ফলে চাষ অযোগ্য জমিনটিকে কিভাবে আবার চাষ যোগ্য করা যায় সেদিক ও আলোচনা করছেন কৃষক এবং দপ্তর আধিকারিকদের সঙ্গে মন্ত্রী। কৃষকদের সঙ্গে সরজমিনে গিয়ে মন্ত্রীর এই ধরনের পরিদর্শনের ফলে অসহায় কৃষকেরা দেখছেন আশার আলো।

Related Post

Leave a Comment