Home খেলাধুলা ফুটবল খেলার মাঠে অন্য পেশা জগতের চাঁদের হাট বসেছিল আজ।

ফুটবল খেলার মাঠে অন্য পেশা জগতের চাঁদের হাট বসেছিল আজ।

by admin
0 comment 41 views

আগরতলা।। ফুটবল খেলার মাঠে অন্য পেশা জগতের চাঁদের হাট বসেছিল আজ। খোদ টি এফ এর প্রেসিডেন্ট প্রণব সরকার জার্সি এবং সর্টস পরে মাঝ মাঠে দীর্ঘক্ষণ খেলেছেন।‌ যদিও টিএফএ ঘরানা থেকে নয়। কেননা জার্সির গায়ে লেখা “আগরতলা প্রেসক্লাব” সেটাই প্রকাশ করে, সাংবাদিক হিসেবে প্রীতিমূলক ফুটবল খেলতে নেমে প্রত্যেকের সঙ্গে তিনিও যথেষ্ট আনন্দ উপভোগ করেছেন। সঙ্গে আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্যও। বৃষ্টিস্নাত সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে যেন অন্য পেশা জগতের লোকদের চাঁদের হাট বসেছিল। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, টিএফএ-র প্রেসিডেন্ট প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। টিএফএ-র সহযোগিতায় এবং খেলোয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ সাফল্যমন্ডিত হওয়ায় স্পোর্টস সাব কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Related Post

Leave a Comment