Home খেলাধুলা ১২ কিলোমিটারের এক দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা

১২ কিলোমিটারের এক দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা

by admin
0 comment 59 views

ধর্মনগর প্রতিনিধি।
জেলা প্রশাসন উত্তর ত্রিপুরার উদ্যোগেএবং উত্তর জেলা যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের পরিচালনায়”Drowning Prevention Month”কর্মসূচির অন্তর্গত সার্বিক জনসচেতনতা প্রসারের লক্ষ্যে আজ পয়লা জুলাই সোমবার সকাল সাত ঘটিকায় ১২ কিলোমিটারের এক দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত এই দৌড় প্রতিযোগিতায় উত্তর জেলার কাঞ্চনপুর ধর্মনগর এবং পানিসাগর মহকুমা থেকে মোট ১০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী ভবতোষ দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার শ্রী ভানু পদ চক্রবর্তী আই পি এস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব দাস অতিরিক্ত জেলাশাসক ও সমহর্তা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমতি দীপ্তা পাল প্রধান রাগনা গ্রাম পঞ্চায়েত। এছাড়াও অন্যান্য গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সকাল ঠিক সাতটা ত্রিশ মিনিটে উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য গণ্যমান্য অতিথি দের ফ্লাগ অফ এর মধ্য দিয়ে শুরু হয় দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা। এই দূরপাল্লার দৌড়কে সার্থক করে তুলতে এলাকার বিভিন্ন সামাজিক সংস্থা নানান ভাবে পরিচালনায় সহযোগিতা করেন, বিশেষ করে কাঁচা কান্তি উন্নয়ন কমিটি বরূয়া কান্দি, আদর্শ সংঘ দেওয়ানপাশা, শ্রীভূমি বিদ্যাভবন এন ,এস, এস, ইউনিট, হাফলং টি ,ই ,এইচ ,এস, স্কুল, পি,ওয়াই,সি, দেওয়ানপাশা, ভয়েস ক্লাব ধর্মনগর। এই দৌড় প্রতিযোগিতা রাগনা থেকে শুরু করে বড়ুয়াকান্দি ,দেওয়ানপাশা, শ্রীপুর, হাফলং, জেলর রোড হয় ধর্মনগর টাউন হলের সামনে এসে শেষ হয়। ধর্মনগর টাউন হলে এই দৌড়ের সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবপ্রিয় বর্ধন আই ,এ ,এস , জেলাশাসক ও সমহর্তা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, ও অন্যান্য অতিথিবৃন্দরা। এই দৌড় প্রতিযোগিতায় মোট ২০ জনকে নগদ অর্থ রাশি পুরষ্কার ও মোমেন্ট ও প্রদান করা হয়। তাছাড়াও পুরস্কার বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের মধ্যে শংসাপত্র প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিল নগদ ৩০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ২৫০০ টাকা, তৃতীয় পুরস্কার ২০০০ টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত সব বিজয়ী কে এক হাজার টাকা করে এবং একাদশ থেকে ২০ নম্বর পর্যন্ত সবাইকে পাঁচশত টাকা করে নগদ অর্থ রাশি প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রী কৌশিক দেবনাথ , পানিসাগর, মহকুমা, দ্বিতীয় হয়েছে শ্রী হৃদয় দাস ,কাঞ্চনপুর, মহকুমা, এবং তৃতীয় হয়েছে শ্রী যুটন দেবনাথ ধর্মনগর, মহাকুমা। এই দৌড়কে সার্থক করে তুলতে উত্তর জেলা পুলিশ প্রশাসন, টি এস আর থার্টিন নাম্বার ব্যাটেলিয়ান কাঞ্চনপুর, ধর্মনগর ফায়ার সার্ভিস, জেলা হাসপাতাল, ধর্মনগর , ওপেন এন,এস,এস, ইউনিট ,ধর্মনগর এবং দ্যা ভারত স্কাউট অ্যান্ড গাইড উত্তর জেলা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবশেষে বিভাবসু গোস্বামী সহকারি অধিকর্তা, উত্তর জেলা যুব বিষয়ক ক্রিয়া দপ্তর, ধর্মনগর, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার সমাপ্তি করেন।

Related Post

Leave a Comment